জেনে রাখুন মোবাইলের কিছু শর্টকাট

03/09/20120 comments


অপারেটরের পক্ষ থেকে দেওয়া অনেক সেবাই মোবাইলে উপভোগ করা যায়। এই সেবার পাশাপাশি আপনি বাড়তি সুবিধা নিতে পারেন 'শর্টকাট কোড' ব্যবহার করে। জরুরি এ রকম কিছু কাজের শর্টকাট নিচে দেওয়া হলো।
মোবাইল ফোন থেকে অন্য নম্বরে কল ডাইভার্ট করার জন্য মোবাইলের ডায়াল প্যাডে *২১* লিখুন, এরপর যে নম্বরটিতে আপনার সব কল ডাইভার্ট করতে চান, সেটি লিখুন এবং সর্বশেষ হ্যাশ (#) চাপুন। এরপর ডায়াল বাটন চাপলেই আপনার ফোন নম্বরটি ওই নম্বরে ডাইভার্ট হয়ে যাবে। এরপর থেকে আপনার সব ফোন কল ওই নম্বরে ট্রান্সফার হয়ে যাবে। কল ডাইভার্ট বাতিল করার জন্য #২১# লিখে ডায়াল করতে হবে। এটি আমাদের দেশের প্রায় সব অপারেটরের জন্যই প্রযোজ্য। তবে কল ট্রান্সফার হলে প্রতি মিনিটের স্বাভাবিক কলচার্জ কেটে নেওয়া হয়।
চাইলে মোবাইল ফোনে সব ধরনের ইনকামিং কল বন্ধ করে রাখা যায়। এ জন্য গ্রামীণফোন গ্রাহকরা *৩৫*০০০০# করুন। ইনকামিং কল আবার চালু করার জন্য #৩৫*০০০০# প্রেস করতে হবে। এ ছাড়া গ্রামীণফোনে সব ধরনের আউটগোয়িং কল বন্ধ রাখার জন্য *৩৩*০০০০# প্রেস করুন। আবার আউটগোয়িং কল চালু করার জন্য #৩৩*০০০০# প্রেস করুন।
Share this article :

Post a Comment

 
Razeeb Ahmed. দ্বারা প্রস্তুত Blogger:
Copyright © 2012. নব উদ্যমে জাগো